যুদ্ধের ইতিহাস
আমাদের জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় হলো একাত্তরের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্মলাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ১৯৭১ সালে অস্ত্র হাতে সরাসরি পাকিস্তানি হানাদার বাহিনী সাথে যুদ্ধ করেছেন অসংখ্য মুক্তিযোদ্ধা, তাদের মধ্যে একজন সেক্টর ১ এর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল হুদা ১৯৭১ সালে ১৬ বছর বয়সে ঝাপিয়ে পড়েন স্বাধীনতা যুদ্ধে। তিনি চট্রগ্রামে চন্দনাইশ উপজেলার তৎকালীন( পটিয়া উপজেলা) বরমা ইউনিয়নে শেবন্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম কবির আহমদ ও মাতার নাম মরহুমা আম্বিয়া খাতুন। ১৯৭২ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা এর অধীনে বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয় হইতে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হন। যুদ্ধকালীন তার সংশ্লিষ্ট বাহিনী ছিল "শাহাজাহান ইসলামবাদী গ্রুপ" তিনি বরমা হাই স্কুল মাঠ এবং বরকল স্কুল মাঠে( মনিরুজ্জামান ইসলামবাদী) মাঠে যুদ্ধের প্রশিক্ষণ এ অংশগ্রহণ করেছিলেন। তিনি অসংখ্য অপারেশনে অস্ত্র হাতে স্বশরীরে সক্রিয় ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য অপারেশনের স্থান গুলো হল, "জাফরাবাদ ওয়াবি মাদ্রাসা" "দোহাজারী হালি পুল" "পটিয়া ইন্দ্রপোল" "মেরিন একাডেমি" ইত্যাদি।